1. admin@narayanganjtimes.com : ntimes :
  2. ahmedshawon75@gmail.com : ahmed shawon : ahmed shawon
বুধবার, ১২ মে ২০২১, ০৬:০৫ অপরাহ্ন

না’গঞ্জের ৭ থানা ও ৮ ফাঁড়িতে বিশেষ নিরাপত্তায় এলএমজি চৌকি

নারায়ণগঞ্জ টাইমস
  • বৃহস্পতিবার, ৮ এপ্রিল, ২০২১
  • ৬৫৮
না’গঞ্জের ৭ থানা ও ৮ ফাঁড়িতে বিশেষ নিরাপত্তায় এলএমজি চৌকি স্থাপন

নারায়ণগঞ্জ জেলার ৭ থানা ও ৮ টি ফাঁড়িতে এলএমজি বিশেষ নিরাপত্তা চৌকি স্থাপন করা হয়েছে।

 

বুধবার রাত থেকে থানায় নিরাপত্তার অংশ হিসেবে গুরুত্ব অনুসারে থানা, ফাঁড়ি ও তদন্তকেন্দ্রে এলএমজি পোস্ট ও সিমেন্টের বস্তা দিয়ে বিশেষ ধরনের প্রতিরোধ ব্যবস্থা স্থাপন করা হয়েছে।

 

পাশাপাশি বাড়ানো হয়েছে পুলিশ সদস্যের সংখ্যা। এসব চৌকিতে ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করছে পুলিশ।

 

বৃহস্পতিবার  রাতে নারায়ণগঞ্জ আড়াইহাজার থানায় গিয়ে দেখা যায়, থানার ছাঁদের ওপর গোলঘরে সিমেন্টের বস্তা দিয়ে তৈরি করা হয়েছে চৌকি। সেখানে দায়িত্বরত পুলিশের এক সদস্য এলএমজি তাক করে বসে আছেন।

এছাড়া সন্ধ্যায় ফতুল্লা মডেল থানায় দেখা যায় সিমেন্টের বস্তা দিয়ে অস্থায়ী চৌকি স্থাপন করা হয়েছে।

 

বিষয়টি নিশ্চিত করে বৃহস্পতিবার রাত পৌনে ৯ টায় নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম জানান, পুলিশ সদর দপ্তরের নির্দেশনায় দেশব্যাপী জেলার ৭ টি থানা ও ৮ টি ফাঁড়িতে ওই বিশেষ চৌকি স্থাপন করা হয়েছে।

 

বাড়তি নিরাপত্তার অংশ হিসেবে পুলিশের আওতাধীন সব থানা, ফাঁড়ি, তদন্তকেন্দ্র ও স্থাপনাগুলোতে এলএমজি পোস্ট স্থাপন করা হয়েছে।

নিউজটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

এ বিভাগের আরও সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ বা ব্যবহার করা  সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.narayanganjtimes.com কর্তৃক সংরক্ষিত।
Customized By NewsSmart