1. admin@narayanganjtimes.com : ntimes :
  2. ahmedshawon75@gmail.com : ahmed shawon : ahmed shawon
বুধবার, ১২ মে ২০২১, ০৯:২০ অপরাহ্ন

জেগে ওঠো বাংলাদেশ, ধর্ষণকে না বলুন : মুশফিক

নারায়ণগঞ্জ টাইমস :
  • মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২০
  • ৩২২

দেশব্যাপী ঘটে চলছে একের পর এক ধর্ষণ ও নারী নির্যাতনের ভয়াবহ ঘটনা। একটি ঘটনার রেশ শেষ না হতেই আরেকটি ঘটনা আতঙ্কের সৃষ্টি করছে।

প্রতিবাদে পথে নেমেছে সাধারণ মানুষ। দাবি উঠছে আইন পরিবর্তনের। এমন অবস্থার বিরুদ্ধে রুখে দাঁড়াতে শুরু করেছে যুব সমাজ। চুপ থাকলেন না জাতীয় দলের ক্রিকেটার মুশফিকুর রহিমও। ধর্ষকদের বিরুদ্ধে সবাইকে জেগে ওঠার আহ্বান জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (৬ অক্টোবর) ফেসবুকে মুশফিক লেখেন, ‘‘আমরা আর চুপ করে থাকতে পারি না। ধর্ষণ বা যে কোনো ধরণের যৌন নির্যাতন কখনোই মেনে নেয়া যাবে না। সমাজে এর কোনো স্থান নেই।

জেগে ওঠো বাংলাদেশ। ধর্ষণকে না বলুন। না মানে না।’’

নিউজটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

এ বিভাগের আরও সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ বা ব্যবহার করা  সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.narayanganjtimes.com কর্তৃক সংরক্ষিত।
Customized By NewsSmart