1. admin@narayanganjtimes.com : ntimes :
  2. ahmedshawon75@gmail.com : ahmed shawon : ahmed shawon
রবিবার, ১৬ মে ২০২১, ০৮:২৪ অপরাহ্ন

না,গঞ্জে মসজিদে বিস্ফোরণ : ভারতের শোক প্রকাশ

নারায়ণগঞ্জ টাইমস :
  • মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২০
  • ২৭৫

নারায়ণগঞ্জের ফতুল্লার পশ্চিম তল্লায় বায়তুস সালাত জামে মসজিদে ভয়াবহ বিস্ফোরণে প্রাণহানি ও আহতদের প্রতি গভীর শোক প্রকাশ করেছে ভারত। ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেনের কাছে পাঠানো এক শোক বার্তায় নারায়ণগঞ্জের ওই মসজিদে দুর্ভাগ্যজনক দুর্ঘটনায় নিহতদের প্রতি তার আন্তরিক সহানুভূতি ও গভীর সমবেদনা জানান।

ড. জয়শঙ্কর বলেন, প্রাণহানি ও আহতদের ভয়াবহ ক্ষয়ক্ষতি সম্পর্কে জানতে পেরে আমরা দুঃখ পেয়েছি …।

ভারতীয় মন্ত্রী সরকার ও ভারতের জনগণের পক্ষে ড. মোমেন এবং বাংলাদেশের জনগণের প্রতি বিশেষত শোকাহত পরিবারের প্রতি আন্তরিক সহানুভূতি ও গভীর শোক প্রকাশ করেন।

ড. জয়শঙ্কর বলেন, আমি আহত ব্যক্তিদের তাৎক্ষণিক সুস্থতার জন্য প্রার্থনা করছি।

এর আগে মার্কিন যুক্তরাষ্ট্র, চীন, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করে।

৪ সেপ্টেম্বর রাতে নারায়ণগঞ্জ শহরের পশ্চিম তল্লায় মসজিদে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় ২৭ জন নিহত এবং ১০ জন গুরুতর আহত হয়েছেন।

নিউজটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

এ বিভাগের আরও সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ বা ব্যবহার করা  সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.narayanganjtimes.com কর্তৃক সংরক্ষিত।
Customized By NewsSmart