নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

১৯ এপ্রিল ২০২৫

বন্দরে হোসিয়ারী কারখানায় অগ্নিকান্ড

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:০৩:১২, ৩ মার্চ ২০২৫

বন্দরে হোসিয়ারী কারখানায় অগ্নিকান্ড

বন্দরে অগ্নিকান্ডে একটি  হোসিয়ারী কারখানা  পুড়ে গিয়ে প্রায় ৪ লাখ টাকা ক্ষতিসাধন  হয়েছে। তবে এ ঘটনায় কোন প্রানহানির  খবর পাওয়া যায়নি।  অগ্নিকান্ডের খবর পেয়ে বন্দর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট প্রায় ১ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে।

রোববার (২ মার্চ) দিবাগত রাত ২টায় বন্দর থানার ১৯নং ওয়ার্ডের মদনগঞ্জ সোনালী ব্যাংক গল্লী সংলগ্ন  সামিট পাওয়ার প্লান্ট ঘেঁষে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। 

ক্ষতিগ্রস্থ কারখানা মালিক রানা জানান, প্রতিদিনের মত  কাজে শেষ করে রাতে বাসায় যাই। পরে রাত আড়াইটার সময় মোবাইল ফোনের মাধ্যমে জানাতে পাই আমার কারখানায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে আমি দ্রুত ঘটনাস্থলে আসি। এ ঘটনায় আমার ৬ লাখ টাকা ক্ষতি সাধন হয়েছে।

বন্দর ফায়ার সার্ভিস গণমাধ্যমকে জানিয়ে, মশার কয়েল থেকে অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে। এ ঘটনায় হোসিয়ারী কারখানার ৩টি রুম, মেশিনারি ও বিভিন্ন  মালামাল সম্পর্ন পুড়ে যায়।