রূপগঞ্জে ড্রাম ট্রাক ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে পথচারীসহ ৩ জন আহত হয়েছেন। শুক্রবার (৫ মার্চ) বেলা ১১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের আউখাবো এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
ডেমরা ফায়ার সার্ভিসের একটি দল আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে ভর্তি করায়।
আহতরা হলেন- শরিয়তপুর জেলার পালং উপজেলার বুড়িপাড়া গ্রামের মৃত আব্দুর রহমান বেপারীর ছেলে ইমান আলী, কুমিল্লা জেলার কোম্পানীগঞ্জ এলাকার মৃত সামসুল আলমের ছেলে তাইজুল ইসলাম ও হিরা।
ট্রাফিক পুলিশের পরিদর্শক মনির হোসেন এর সত্যতা নিশ্চত করে জানান, ট্রাক ও কাভার্ডভ্যানটিকে আটক করা হয়েছে।