1. admin@narayanganjtimes.com : ntimes :
  2. ahmedshawon75@gmail.com : ahmed shawon : ahmed shawon
সোমবার, ১৯ এপ্রিল ২০২১, ০৬:০০ অপরাহ্ন

রক্তের গ্রুপ পরীক্ষার প্রশিক্ষণ নিলো ‘কাশীপুর ব্লাড ডোনেশন গ্রুপ’

নারায়ণগঞ্জ টাইমস
  • বুধবার, ৩ মার্চ, ২০২১
  • ৮৮
রক্তের গ্রুপ পরীক্ষার প্রশিক্ষণ নিলো ‘কাশীপুর ব্লাড ডোনেশন গ্রুপ’

‘‘রক্ত দিন জীবন বাঁচান’’ এই শ্লোগানকে সামনে রেখে রেড ক্রিসেন্ট সোসাইটির মাধ্যমে নারায়ণগঞ্জের চাষাঢ়ায় ‘কাশীপুর ব্লাড ডোনেশন গ্রুপ’ এর পক্ষ থেকে একটি দল রক্তের গ্রুপ পরীক্ষার প্রশিক্ষণ নিয়েছে। মঙ্গলবার (২ মার্চ) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চাষাড়ায় এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

এসময় সংগঠনটির চিফ এডমিন নুরুজ্জামান রনি, এডমিন নাঈম দেওয়ান জয়, সোহেল রানা, আবু সাইদ শাওন, মডারেটর দোলা দেওয়ান, তানিয়া দেওয়ান ও কামাল হোসেনসহ অন্যান্য সদস্যরা প্রশিক্ষণে অংশ নেয়।

‘কাশীপুর ব্লাড ডোনেশন গ্রুপ’র উদ্যোগে আয়োজিত এ প্রশিক্ষণ কর্মশালায় সংগঠনের সদস্যরা ছাড়াও ‘হোসাইনি নগর ফ্রেন্ডস ক্লাব এর ৩জন সদস্য অংশ নেয়।

সংগঠনটির অন্যতম সেচ্ছাসেবক এডমিন নাঈম দেওয়ান জয় এ বলেন- ‘‘আমরা চাই ভবিষ্যতে ডোনার রক্ত দেওয়ার জন্য নিজে রোগী খুঁজবে, কিন্তু তখন রোগীর থেকে রক্তদাতা (ডোনারের) সংখ্যা বেশি হবে ইনশাআল্লাহ। আমরা সকল রক্ত যোদ্ধাদের স্যালুট জানাই।’’

নিউজটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

এ বিভাগের আরও সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ বা ব্যবহার করা  সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.narayanganjtimes.com কর্তৃক সংরক্ষিত।
Customized By NewsSmart