বন্দরে ২২ নং ওয়ার্ড কাউন্সিলর সুলতান আহাম্মেদ বলেন, বন্দরে উন্নয়নের রুপকার হলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডাঃ সেলিনা হায়ৎ আইভী। মেয়র মহদয়ের নিরলস পরিশ্রম ও বুদ্ধিমত্তার কারনে বন্দরে সাধারন জনগনের এখন আস্থার প্রতিক হয়ে উঠেছেন।
আপনি বন্দরে ১৯ থেকে ২৭ পর্যন্ত যেখানেই তাকাবেন সেখানে তার উন্নয়নের চিত্র দৃশ্যমান দেখতে পাবেন। গতকাল বুধবার দুপুরে বন্দর স্কুলঘাটস্থ শীতলক্ষা নদীরপাড় সৌন্দর্য বর্ধন কাজে পরিদর্শনকালে কাছে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, আবাসিক এলাকার বাসাবাড়ী ময়লা অর্বজনা নদীর পাড়ে ফেলে দিয়ে পরিবেশকে মারাত্মক ভাবে দূষিত করে চলছে। আমি াামার ব্রাক্তিগত অথৃ দিয়ে এই ময়লা আর্বজনা পরিস্কার করে সেখানে বিভিন্ন প্রকারে ফল গাছ রোপন করার উদ্যোগ গ্রহন করি।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বন্দর প্রেসক্লাবের নব-নির্বাচিত সাংগঠনিক সম্পাদক জি.এম.সুমন, বন্দর প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মেহেদী হাসান রিপন, ২২ নং ওয়ার্ড কাউন্সিলরের সহকারি সচিব মাহাবুব ভূইয়া প্রমুখ।