নারায়ণগঞ্জের প্রয়াত নাসিম ওসমান, সেলিম ও শামীমা ওসমানের মাতা মুক্তি যুদ্ধের অন্যতম নারী ভাষা সৈনিক নাগিনা জোহার ৫ম মৃত্যু বার্ষিকীতে বারদী ইউনিয়ন বাসীর পক্ষ থেকে মরহুমার কবর জিয়ারত করেছেন সোনারগাঁয়ের ভূইয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান লায়ন মাহবুবুর রহমান বাবুল।
রবিবার (৭ মার্চ) সকাল সাড়ে ৭টায় ফতুল্লার মাসদাইর কবরস্থানে ফুল দিয়ে লায়ন বাবুল এ শ্রদ্ধা ও কবর জিয়ারত করেন। এ সময় বারদী ইউনিয়নের বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, মরণোত্তর ‘স্বাধীনতা পুরস্কার’ প্রাপ্ত এ.কে.এম. শামসুজ্জোহার সহধর্মিণী ভাষা সৈনিক নাগিনা জোহা। ২০১৬ সালের ৭ মার্চে এই নারী ভাষা সৈনিক মৃত্যুবরন করেন। এই দম্পতির বড় ছেলে প্রয়াত নাসিম ওসমান জাতীয় পার্টির হয়ে জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করেছেন।
মেজ ছেলে বিকেএমইএর সভাপতি সেলিম ওসমান নারায়ণগঞ্জ-৫ আসনে জাতীয় পার্টির এমপি। আর ছোট ছেলে শামীম ওসমান নারায়ণগঞ্জ-৪ আসনে আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য