নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ মোহাম্মদ আনিসুর রহমানের আদালতে হাজিরা দিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি এড. সাখাওয়াত হোসেন খান, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জাহিদ হাসান রোজেল ও সদস্য রুহুল আমিন শিকদারসহ বিএনপির নেতাকর্মীরা।
ফতুল্লা থানায় পুলিশের দায়েরকৃত একটি মামলায় বুধবার (১০ ফেব্রয়ারি) আদালতে এ হাজিরা দেন তারা । মামলায় বিএনপির ৭৭ জন নেতাকর্মীকে আসামী করা হয়েছে।
আসামিদের মধ্যে উল্লেখযোগ্য আরো হলেন- জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক এম.এ. আকবর, বিএনপি নেতা ফরিদ হোসেন শিকদার, আকতার হোসেন, জুয়েল আরমান, বোরহান বেপারী, হাজী আবুল, পল্লব, মনির হোসেন, সেলিম চৌধুরী কমল প্রমুখ।