সোনারগাঁ উপজেলার সনমান্দী ইউনিয়নের সনমান্দী বাজারের পাশে সড়কের সরকারি গাছ স্থানীয় প্রভাবশালী শাহাবুদ্দিনের নেতৃত্বে ৬/৭ জন কেটে নিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনায় এলাকায় চরম ক্ষোভ বিরাজ করছে। গত বুধবার থেকে শুক্রবার পর্যন্ত তিনটিগাছ কেটে নিয়ে নিয়ে গেছে বলে জানান স্থানীয়রা। ওই গাছগুলোর আনুমানিত মূল্য ২/৩ লাখ টাকা হতে পারে।
এ বিষয়ে সানারগাঁও উপজেলার বনবিভাগের কর্মকর্তা মামুন মিয়া জানান, বৃহস্পতিবার সোনারগাঁ নির্বাহী কর্মকর্তা ও এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে এসে গাছ কাটার মেশিন ও কুড়াল, করাত উদ্ধার করে নিয়ে যায়। পরে বাধা দিয়ে যাই যাতে আর গাছ না কাটে।
শুক্রবার অফিস বন্ধ থাকায় পরও তারা আবার গাছ কাটতে আসে। আমি খবর জানতে পারি। কিন্তু অফিস বন্ধ থাকায় আমি গাছ কাটার ঘটনাস্থলে যেতে পারি নাই, এই গাছ যারা কাটছে তারা এলাকার ক্ষমতাশালী ব্যক্তি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও আতিকুল ইসলাম জানান, গাছ কাটার ঘটনাটি শুনেছি। যদি তারা সড়কের পাশে সরকারি গাছ কেটে থাকেন তাহলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।