সোনারগাঁয়ের সনমান্দী ভাষার মাসে ভাষাসৈনিক রেজাউল করিম ও মন্জুরুল হক শিকদারকে সংবর্ধনা ও স্মৃতিচারণ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২১ ফেব্রুয়ারি) বিকালে সোনারগাঁ উপজেলা সনমান্দী ইউনিয়নে বঙ্গবন্ধু লাইব্রেরি মাঠে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের সভাপতি সনমান্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ ভাষাসৈনিক রেজাউল করিম ও মন্জুরুল হক শিকদারকে উত্তরীয় পরিয়ে সম্মানসূচক ক্রেস্ট হাতে তুলে দেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) গোলাম মোস্তফা মুন্না, সাবেক চেয়ারম্যান খন্দকার আমিনুল হক, সাবেক ছাত্রলীগ নেতা জহিরুল ইসলাম খোকন,যুবলোগের সাধারণ সম্পাদক সোলাইমান হোসেন সুজন, ৪নং ওয়ার্ড সদস্য ফিরোজ আহমেদ মেম্বার, সেচ্ছাসেবকলীগ এর সভাপতি দেলোয়ার হোসেন সামাজিক সেচ্ছাসেবী সংগঠন এর সদস্যরা।