সোনারগাঁও উপজেলার মেঘনা শিল্পাঞ্চল এলাকায় একটি পেপার মিলের বেল্টে পড়ে টিপু সুলতান (২০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) দিবাগত রাতে বসুন্ধরা পেপার মিলে কাজ করার সময় এ দূর্ঘটনাটি ঘটে। নিহত টিপু সুলতান পিরোজপুর জেলার মৃধা কান্দি গ্রামের আনোয়ার আলী অনুর ছেলে।
নিহতের পারিবারের সূত্রে জানা গেছে, প্রতিদিনের ন্যায় সুলতান কাজ করার জন্য বসুন্ধরা পেপার মিলে যায়। রাত সাড়ে বারটার সময় মিলস থেকে ফোন আসে সুলতান পেপার মিলের বেল্টে পড়ে মারা গেছে।
সোনারগাঁ থানার অফিসার্স ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম জানান, এখন পর্ঘন্ত কোন নিহতের খবর আসেনি। তবে অভিযোগ আসলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে