সোনারগাঁয়ের কাঁচপুরের ৩ নং ওয়ার্ডে আল নুর পেপার মিলের বয়লারের ধোয়ায় শ্বাসকষ্ট ও চর্মরোগ সৃষ্টি হওয়ায় কারখানা বন্ধের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। সোমবার (৮ ফেব্রুয়ারি) সকালে ঢাকা চট্রগ্রাম মহাসড়কের কাঁচপুর উত্তর পাড়া এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে এলাবাসী ও বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা বলেন, বয়লার কারখানায় নিষিদ্ধ পলিথিন পুড়িয়ে কারখানাটি পরিচালিত হয়।
এতে কারখানার ভেতর থেকে কালো ধোঁয়া বের হয়ে আশেপাশের কয়েকটি এলাকায় জনজীবন বিপন্ন হয়ে পড়েছে। কালো ধোঁয়ায় শ্বাসকষ্ট চর্মরোগসহ এলাকার গাছপালা মরে গেছে। প্রশাসনের কাছে এই কারখানা বন্ধের দাবি তারা।