আড়াইহাজারের প্রবীন সাংবাদিক, দৈনিক ইত্তেফাকের সাবেক গোপালদী বাজার সংবাদদাতা, প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও সাপ্তাহিক আমাদের আড়াইহাজার পত্রিকার সম্পাদক মন্ডলির সভাপতি আলহাজ্ব কাজী মোদাচ্ছের হোসেন সুলতানের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী সোমবার। কাজী মোদচ্ছের হোসেন আড়াইহাজার থানা প্রেসক্লাব সভাপতি ও ইত্তেফাক সংবাদদাতা মাসুম বিল্লাহর বাবা। তিনি দীর্ঘ ৪০ বছর দৈনিক ইত্তেফাকে কর্মরত ছিলেন। তাছাড়া তিনি বহু সমাজ সেবামূলক কাজে জড়িত ছিলেন। মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রেসক্লাবে দোয়া ও নিজ বাড়ি কড়ইতলায় কাঙ্গালীভোজের আয়োজন করা হয়েছে। প্রসঙ্গত, গত ২০১৬ সালের ২২ ফ্রেবুয়ারীতে তিনি নিজ বাসভবনে ইন্তেকাল করেন।