বিশ্ব মাতৃভাষা দিবস ও মহান একুশে ফেব্রুয়ারী উপলক্ষে লায়ন্স ক্লাব অব ঢাকা নারায়ণগঞ্জ ওয়ারিয়র্সের উদ্যোগে শেখ রাসেল পার্কে বিনামূল্যে স্বাস্থ্য সেবা কর্মসূচী পালন
বিশ্ব মাতৃভাষা দিবস ও মহান একুশে ফেব্রুয়ারী উপলক্ষে লায়ন্স ক্লাব অব ঢাকা নারায়ণগঞ্জ ওয়ারিয়র্সের উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্য সেবা কর্মসূচী পালন করেছে।
সোমবার (২২ ফেব্রুয়ারি) শহরের দেওভোগ পাক্কা রোড এলাকায় শেখ রাসেল নগর পার্কে এ কর্মসূচী অনুষ্ঠিত হয়। লায়ন্স ক্লাব অব ঢাকা নারায়ণগঞ্জ ওয়ারিয়র্সের সদস্য ম্যাডিসিন বিশেষজ্ঞ চিকিৎসক লায়ন ডা. রত্না রহমান ১১০ জন রোগীরকে বিনা মূল্যে চিকিৎসা প্রদান করেন ।
এসময় ডায়াবেটিকস চেকআপ করেন লায়ন্স ক্লাব অব ঢাকা নারায়ণগঞ্জ ওয়ারিয়র্সের প্রেসিডেন্ট লায়ন আশরাফুজ্জামান হিরা শিকো, সেক্রেটারী লায়ন হাবিবুর রহমান মুরাদ, রোগিদের ওজন মামতে সহায়তা করেন লায়ন আরেফিন রনি। রোগিদের নাম এন্ট্রি করতে সহায়তা করেন লায়ন মাসুদুর রহমান। রোগিদের বিপি পরীক্ষা করেন লায়ন শাওন সাকি ও লায়ন রাহেলা সিদ্দিক কনা, মাস্ক বিতরন করেন লায়ন সুমন গোপ, অনুষ্ঠান সেটআপ ও সুষ্ঠু করতে সার্বক্ষনিক পরিচালনা করেন লায়ন হাসান উল রাকিব। সকাল নয়টায় স্বাস্থ্যসেবা কার্যক্রম শুরু হয়ে দুপুর একটা পর্যন্ত ১১০ রোগিকে চিকিৎসা সেবা প্রদান করা হয়।