বিএনপির প্রতিষ্ঠাতা, মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের “বীর উত্তম” খেতাব বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে নারায়ণগঞ্জ জেলা বিএনপি বিক্ষোভ সমাবেশ কর্মসূচি ঘোষণা করেছে। রোববার (১৪ ফেব্রুয়ারী) বিকাল ৩টায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে এই কর্মসূচি পালন করা হবে।
শনিবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে দলের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
কর্মসূচিতে নারায়ণগঞ্জ জেলা বিএনপির সংগ্রামী আহবায়ক এডভোকেট তৈমুর আলম খন্দকারের সভাপতিত্বে ও নারায়ণগঞ্জ জেলা বিএনপি’র সদস্য সচিব অধ্যাপক মামুন মাহমুদের সঞ্চালনায় নারায়ণগঞ্জ জেলা বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ, সকল থানা, পৌর, ইউনিয়ন, ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সংগঠনের সর্ব স্তরের নেতা-কর্মী উপস্থিত থাকবেন।
প্রসঙ্গত: গত ৮ই ফেব্রুয়ারী জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল কর্তৃক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের “বীর উত্তম” খেতাব বাতিল করা হয়।