বাংলাদেশ যুব ইউনিয়ন নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি বিজয় কর্মকার এর মাতা উষা রানী কর্মকারের মৃত্যুতে গভির শোক প্রকাশ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবি নারায়ণগঞ্জ জেলা কমিটি।
সোমবার (২২ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো এক শোক বার্তায় এ শোক প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবি নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি কমরেড হাফিজুল ইসলাম ও সাধারণ সম্পাদক কমরেড শিবনাথ চক্রবতী।
উল্লেখ্য, শনিবার (২১ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১১ টা ৩৫ মিনিটে গলাচিপা কর্মকার বাড়ীতে বার্ধক্যজনিত কারনে মৃত্যুবরন বজয় কর্মকার এর মাতা উষা রানী কর্মকার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি মৃত্যুকালে ৪ ছেলে ও ২ মেয়ে, নাতি নাতনিসহ অনেক গুণগ্রাহী রেখে গিয়েছেন।