সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মজিবুর রহমান (বিএসসি) ও সাধারণ সম্পাদক হাজী মো: ইয়াছিন মিয়ার আশু রোগমুক্তি কামনায় মাদ্রাসার এতিম ছাত্রদের নিয়ে দোয়া মাহফিল করেছেন সিদ্ধিরগঞ্জ আদমজী-আঞ্চলিক শ্রমিকলীগের সিনিয়র সহ-সভাপতি ও আন্ত: জেলা ট্রাক চালক ইউনিয়ন, সাইলো শাখার সভাপতি আলহাজ্ব কবির হোসেন।
মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারী) বিকালে সিদ্ধিরগঞ্জের ৫নং ওয়ার্ডের সাইলো রোড এলাকাস্থ কবির হোসেনের ব্যক্তিগত কার্যালয়ে এ দোয়া মাহফিলটি অনুষ্ঠিত হয়।
এসময় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এবং নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব একেএম শামীম ওসমান ও তাঁর সহধর্মীনি জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান সালমা ওসমান লিপি, পুত্র অয়ন ওসমান সহ তাদের পরিবারের অন্যান্য সদস্যদের সুস্থ্যতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া করা হয়।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগের ত্রান ও পূনর্বাসন সম্পাদক মিনহাজুর রহমান, সদস্য তালহাসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ প্রমূখ।