নারায়ণগঞ্জ মহানগরের সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মজিবুর রহমান (বিএসসি) ও সাধারণ সম্পাদক হাজী মো. ইয়াছিন মিয়ার শারীরিক সুস্থ্যতার জন্য সোনামিয়া স্টেডিয়াম বাস্তবায়ন কমিটির সাধারণ সম্পাদক ও সিদ্ধিরগঞ্জ দারুস সুন্নাহ ইসলামিয়া (আলীম) মাদ্রাসার সভাপতি আলহাজ্ব সৈয়দ আনিসুর রহমানের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৫ ফেব্রুয়ারী) বাদ এশা সিদ্ধিরগঞ্জের ৫নং ওয়ার্ডের পশ্চিম কলাবাগ জামে মসজিদে এ দোয়া মাহফিলটি অনুষ্ঠিত হয়।
এসময় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এবং নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব একেএম শামীম ওসমান ও তাঁর সহধর্মীনি জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান সালমা ওসমান লিপি, পুত্র অয়ন ওসমান সহ পরিবারের অন্যান্য সদস্যের সুস্থ্যতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া করা হয়।
এসময় মসজিদের মুসল্লিসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে ওই দুই নেতার আশু রোগ মুক্তি কামনায় দোয়া করেছেন।