মুক্তিযোদ্ধের অন্যতম সংগঠক স্বাধীনতা পদক প্রাপ্ত (মরনোওর) ভাষা সৈনিক বাংলাদেশ আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সদস্য সাবেক গণপরিষদ ও সংসদ সদস্য প্রয়াত জননেতা একে এম সামসকুজ্জোহার ৩৪ তম মৃত্যু বার্ষিক উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে ডিজিটাল বার ভবনের নিচ তলায় নারায়নগঞ্জ জেলা আইনজীবী সমিতির ব্যানারে এই দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া ও মিলাদ মাহফিলে সামসুজ্জোহার স্মৃতি চারণ করে মোনাজাত পরিচালনা করা হয়।
এসময় এডভোকেট মোহসীন মিয়া বলেন, সামসুজ্জোহা ছিলেন একজন সাদা মনের মানুষ। তিনি ছিলেন সৎ ও ন্যায় পরায়ন নেতা। তার যোগ্য নেতৃত্বের ফল স্বরুপ নারায়নগঞ্জ চাষাড়ার হিরা মহলে আওয়ামীলীগের প্রতিষ্ঠিত হয়েছিল।
শুধু তাই নয় তার দানশীলতার কারনে নিজের বাড়ি হিরা মহল হাত ছাড়া হয়েগিয়েছিল। পরে হিরা মহল রক্ষার সকল নেতা কর্মী ও শুভাকাঙ্খিদের সহযোগীতা নিয়েছিলেন। তারপরও তিনি নিজের অবস্হানে থেকে কখনও অন্যায় কাজ করেনি। কারও হক মেরে খাননি।
দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন, এড. সামছুল ইসলাম ভূইয়া, সাবেক সংসদ এড. হোসনেআরা বাবলী, এড.আব্দুর রহিম,এড. তারাজউদ্দিন,এড. ইমদাদুল হক, পিপি এড. ওয়াজেদ আলী খোকন,জিপি এড. মেরিনা, এড. মাহবুবুর রহমান,এড. বিদ্যু কুমার সাহা, এড. মনিরুজ্জজামান, এড. বুলবুল,
সালাহউদ্দিন সুইট, এড. সুইটি ইয়াসমিন,এড. রবিউল ইসলাম রনি, এড. স্বপন ভূইয়া,এড.মাহমুদুল মমিন,এড. আলী আকবর প্রমূখ।