জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ট সহচর, মহান স্বাধীনতা সংগ্রামের অন্যতম সংগঠক, ভাষা সৈনিক ও স্বাধীনতা পদকে (মরোণত্তর) ভূষিত প্রয়াত জননেতা একেএম শামসুজ্জোহার ৩৪তম মৃত্যুবার্ষিকীতে মরহুমের সমাধিতে শ্রদ্ধাঞ্জলী অর্পণ করেছেন নারায়ণগঞ্জ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
শনিবার (২০ ফেব্রুয়ারী) সকালে ফতুল্লার মাসদাইরস্থ কেন্দ্রীয় সিটি কবরস্থানে মরহুমের সমাধিতে শ্রদ্ধাঞ্জলী অর্পণ করেন নেতাকর্মীরা। এরপর প্রয়াত ভাষা সৈনিক শামসুজ্জোহার স্ত্রী ভাষা সৈনিক মরহুমা নাগিনা জোহা, প্রয়াত জেষ্ঠ্য পুত্র সাবেক সাংসদ নাসিম ওসমানের বিদেহী আত্মার মাগফেরাত কামনাসহ ওসমান পরিবারের সদস্যদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া মোনাজাত পরিচালনা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. খোকন সাহা, সহ সভাপতি রবিউল হোসেন, সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল, মহানগর যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন সাজনু, জেলা যুবলীগ নেতা এহসানুল হাসান নিপু, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. মোহসীন মিয়া, যুবলীগ নেতা জানে আলম বিপ্লব, জেলা ছাত্রলীগের সভাপতি আজিজুর রহমান আজিজ, সাধারণ সম্পাদক রাফেল প্রধান, মহানগর সেচ্ছাসেবকলীগ সভাপতি মোঃ জুয়েল হোসেন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাফায়েত আলম সানী, মহানগর ছাত্রলীগ সভাপতি হাবিবুর রহমান রিয়াদ, সাধারণ সম্পাদক হাসনাত রহমান বিন্দু , মহানগর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শিখন সরকার শিপন প্রমুখ।
এরআগে নগরীর চাষাড়া কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে একটি শোক র্যালী বের হয়ে মাসদাইর সিটি কবরস্থান গিয়ে শেষ হয়।