আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ শহরের চাষাড়ায় কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন দু’বেলা দুমুঠো খাবারের সংগ্রামী অসহায় দারিদ্র পথ শিশুরা।
রোববার (২১ ফেব্রুয়ারী) নারায়ণগঞ্জ চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্যে শহীদের প্রতি শ্রদ্ধা জানান তারা। আজমেরী ওসমানের সহযোগিতায় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব প্রয়াত নাসিম ওসমান স্মৃতি ও দুস্থ জনকল্যাণ ফাউন্ডেশনের সভাপতি তরিকুল ইসলাম লিমন, স্বপ্ন ছোঁয়া পাঠশালার সভাপতি হাইউল ইসলাম প্রধান হাবিব ও নারায়ণগঞ্জ লঞ্চ ঘাট, রেলস্টেশন, শহীদ মিনার সহ শহরের অসহায় দারিদ্র পথশিশুরা।