আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে ফেসবুক গ্রুপ ‘নারায়ণগঞ্জস্থান’। রোববার (২১ ফেব্রুয়ারি) সকালে চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে এই শ্রদ্ধা নিবেদন করেন নারায়ণগঞ্জস্থান গ্রুপের এডমিন প্যানেল ও সদস্যরা।
এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জস্থান গ্রুপের এডমিন মেহেরাব হোসেন অপু, রিদওয়ান আমিন, অভিজিৎ সাহা, সাঈদ সানি, সামসুর রহমান, মেহেদি হাসান, মাহফুজুল ইসলাম, বিরাজ পাল চৌধুরী, তালহা ও সনিয়া আক্তার।
সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন শুভ, মুন্না, রাফায়াত, জিহাদ, নাহিদ, কিবরিয়া আরাফ, শাহরিয়ার সিয়াম, রেজাউল, আদর, সাঈদ, সাইদুল, বিল্লাল, সৈকত, টিপু, বিপুল সঞ্জয়, শাওন, রাব্বি, হাফিজ, আহাদ, হৈমন্তী, মৌদাস, ফারিয়া, আজরিন, পান্না, তাসনিম ও আজনিন।