বন্দর থানার একটি মাদক মামলার ১০ বছরের সাঁজাপ্রাপ্ত পলাতক আসামী আলমগীর হোসেন (৪৫)কে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতকে বুধবার (৩ ফেব্রুয়ারি) সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।
এর আগে মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) রাতে বন্দর থানার চাপাতলী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। আলমগীর হোসেন একই এলাকার মৃত হোসেন আলী বেপারী ছেলে।
বন্দর থানার সেকেন্ড অফিসার এসআই মোদ্দাচ্ছের জানান, আমাদের স্যার বন্দর থানার নবাগত ওসি দিপক চন্দ্র সাহা নেতৃত্বে বন্দর থানার উপ-পরিদর্শক আবুল খায়েরসহ সঙ্গীয় র্ফোস গোপন সংবাদের ভিত্তিতে চাপাতলী এলাকায় অভিযান চালায়।
অভিযানকালে বন্দর থানার ৯ (২)১৫ নং মাদক মামলার ১০ বছরের সাঁজাপ্রাপ্ত পলাতক আসামী আলমগীর হোসেনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।