বন্দর থানা পুলিশ অর্থ আত্মসাত মামলার ১ বছরের সাঁজাপ্রাপ্ত পলাতক আসামী আয়নাল হক (৪০) কে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত আয়নাল হককে সোমবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে আদালতে প্রেরণ করেছে পুলিশ।
গত রোববার রাতে বন্দর থানার ধামগড় ইউনিয়নস্থ মালামত এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।
থানা সূত্রে জানা গেছে, বন্দর থানার উপ-পরিদর্শক আবুল খায়েরসহ সঙ্গীয় র্ফোস গোপন সংবাদের ভিত্তিতে বন্দর উপজেলার ধামগড় ইউনিয়নের মালামত এলাকায় অভিযান চালায়।
অভিযানকালে পুলিশ ধামগড় ইস্পাহানী বাজার এলাকার হাজী জয়নাল আবেদনী মিয়ার ছেলে অর্থ আত্মসাত মামলার ১ বছরের সাঁজাপ্রাপ্ত আসামী আয়নাল হক (৪০)কে গ্রেপ্তার করে।