বন্দর থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে নারী ও শিশু নির্যাতন মামলার ৩ বছরের সাঁজাপ্রাপ্ত পলাতক আসামী রফিকুল ইসলাম ও বিভিন্ন ওয়ারেন্টে ৩ পলাতক আসামীসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে।
গত শুক্রবার রাতে ও গতকাল শনিবার সকালে বন্দর থানার বিভিন্ন এলাকা থেকে এদেরকে গ্রেপ্তার করা হয়।
থানা সূত্রে জানা গেছে, বন্দর থানার উপ-পরিদর্শক দেলোয়ার হোসেনসহ সঙ্গীয় র্ফোস গোপন সংবাদের ভিত্তিতে ধামগড় এলাকায় অভিযান চালায়।
অভিযান কালে পুলিশ উল্লেখিত এলাকার মৃত হাজী সাইদুর রহমানের ছেলে সিআর মামলার ৩ বছরের সাঁজাপ্রাপ্ত পলাতক আসামী রফিকুল ইসলাম (৪০)কে গ্রেপ্তার করে।
এ ছাড়াও বন্দর থানা পুলিশ মুছাপুর এলাকায় অভিযান চালিয়ে উক্ত এলাকার রফিক মিয়ার স্ত্রী আবেদুন বেগম (৪২) ও বন্দর শাহীমসজিদ নূরবাগ এলাকার মৃত আরমাছ মিয়ার ছেলে দাইয়া (৫০) এবং কলাগাছিয়া ইউনিয়নের ১নং নয়ানগর এলাকার ফজলুল করিম মিয়ার ছেলে চাঁদাবাজী মামলার ওয়ারেন্টভুক্ত আসামী মাহাবুব (৪৮)কে গ্রেপ্তার করতে সক্ষম হয়।