বন্দর থানা পুলিশ ওয়ারেন্ট তামিল অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ৬ পলাতক আসামীকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত আসামীরা হলো বন্দর নূরবাগ এলাকার রশিদ মিয়ার ছেলে জুয়েল (৩২) একই এরাকার মৃত আলমাস মিয়ার ছেলে রশিদ (৫০) নবীগঞ্জ এলাকার জাম মোহাম্মদ মিয়ার ছেলে শারজাহান (৪২) চাঁনপুর এলাকার আবুল কালাম মিয়ার ছেলে অপু (২০) নবীগঞ্জ এলাকার মৃত নুরুল ইসলাম মিয়ার ছেলে সফিকুল হাসান ওরফে মানিক প্রধান (৩৭) ও দক্ষিন লক্ষনখোলা এলাকার কলিমুদ্দিন মিয়ার ছেলে তাহের (৩৫)।
পুলিশ বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) দুপুওে গ্রেফতারকৃত আসামীদের আদালতে প্রেরণ করেছে।
এরআগে গত ৩ ফেব্রুয়ারী বুধবার রাতে বন্দর থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এদেরকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।