বন্দর থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে অর্থ আত্মসাত মামলার ২ বছরের সাঁজাপ্রাপ্ত আসামী শামীম মিয়া (৫০) ও মাদক মামলার ২ বছরের সাঁজাপ্রাপ্ত আসামী শিউলী বেগম (৪০)কে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতদের বুধবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।
এরআগে মঙ্গলবার রাতে বন্দর থানার ধামগড় ইউনিয়নের নয়ামাটি ও বুধবার দুপুরে বন্দর থানার চৌরাপাড়া এলাকায় পৃথক অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়।
জানা গেছে, বন্দর থানার উপ-পরিদর্শক মোহাম্মদ শহিদুল আলমসহ সঙ্গীয় র্ফোস গত মঙ্গলবার রাতে ধামগড় ইউনিয়নের নয়ামাটি নামক এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। ওই সময় পুলিশ উল্লেখিত এলাকার মৃত মজিদ মিয়ার ছেলে অর্থ আত্মসাত মামলার ২ বছরের সাঁজাপ্রাপ্ত পলাতক আসামী শামীম মিয়াকে গ্রেপ্তার করে।
এ ছাড়াও বন্দর থানার উপ-পরিদর্শক আবুল খায়েরসহ সঙ্গীয় র্ফোস গতকাল বুধবার দুপুরে বন্দর থানার ২৪ নং ওয়ার্ডস্থ চৌরাপাড়া এলাকায় অভিযান চালিয়ে উল্লেখিত এলাকার আফজাল মিয়ার স্ত্রী বন্দর থানার ২৯(৮)০৫ নং মাদক মামলার ২ বছরের সাঁজাপ্রাপ্ত পলাতক আসামী শিল্পী বেগম (৪০) কে গ্রেপ্তার করে।