বন্দরে কাজের উদ্দেশ্যে ঘর থেকে বের হয়ে ২ সন্তানের জনক বিল্লাল হোসেন রনী (২৭) নামে এক গার্মেন্টস কর্মী নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে।
অনেক স্থানে খোঁজাখুজি করে স্বামীর সন্ধান না পেয়ে এ ব্যাপারে নিখোঁজ গার্মেন্টসকর্মীর স্ত্রী সাথী বেগম বাদী হয়ে শুক্রবার দুপুরে বন্দর থানায় নিখোঁজ জিডি এন্ট্রি করেছেন। যার জিডি নং- ৮৭৭ তাং- ১৯-২-২১ইং।
এর আগে গত বৃহস্পতিবার দুপুরে বন্দর রুপালী আবাসিক এলাকা থেকে শহরের ফারজানা টাওয়ারে উদ্দেশ্যে বের হয়ে ওই গার্মেন্টস কর্মী নিখোঁজ হয়।
নিখোঁজ গার্মেন্টস কর্মী বিল্লাল হোসেন রবিন ঝিনাইদাহ জেলার সদর থানার দুপাবিলা এলাকার মতিউর রহমানের ছেলে।
সে বর্তমানে বন্দর থানার রুপারী আবাসিক এলাকার আলী রেজা মিয়ার বাড়ী ভাড়াটিয়া বলে জানা গেছে।