কিংবদন্তি ফুটবলার প্রয়াত মোনেম মুন্নার ১৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জেলা ক্রীড়া সংস্থা ও জেলা ফুটবল এসোসিয়েশন যৌথভাবে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেছে।
শুক্রবার (১২ ফেব্রুয়ারি) বিকালে সামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্সের সভাকক্ষে অনুষ্ঠিত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন ক্রীড়া সংস্থার সহ সভাপতি এজেডএম ইসমাইল বাবুল ও ফারুক বিন ইউসুফ পাপ্পু,সাধারণ সম্পাদক তানভীর আহমেদ টিটু,যুগ্ম সম্পাদক খোরশেদ আলম নাসির, সদস্য রবিউল হোসেন, গোলাম গাউছ, জাহাঙ্গীর আলম, ফিরাজ মাহমুদ সামা, মো. আসলাম, মাহবুবুল হক উজ্জল, সিরাজ উদ্দিন আহমেদ, আরিফ মিহির, আতাউর রহমান মিলন, মাহবুব হোসেন বিজন, জেলা ফুটবল এসোসিযৈশনের সহ সভাপতি শহীদ হোসেন স্বপন, জাকির হোসেন, জসিম উদ্দিনসহ জাতীয় দলের সাবেক ফুটবলার ও ক্রীড়া সংগঠকগণ।