জাতীয় মুক্তিযুদ্ধ কাউন্সিল (জামুকা) কর্তৃক সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাষ্ট্রীয় খেতাব বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে ফতুল্লা থানা ছাত্রদলের পাল্টা আহবায়ক কমিটি মশাল নিয়ে বিক্ষোভ মিছিল করেছে।
বুধবার (১০ ফেব্রুয়ারী) রাত ৯ টায় ঢাকা- নারায়নগঞ্জ পুরাতন সড়কে( পাগলা-মুন্সিগঞ্জ সড়ক) ফতুল্লা থানা ছাত্রদলে পাল্টা আহবায়ক কমিটি দাপাইদ্রাকপুরে এলাকায় মশাল নিয়ে বিক্ষোভ মিছিল করে।
মিছিলটি দাপা বালুর মাঠ থেকে শুরু হয়ে তুফানী জামে মসজিদের সামনে এসে শেষ হয়।
বিক্ষোভ মশাল মিছিলে উপস্থিত ফতুল্লা থানা ছাত্রদলের পাল্টা আহবায়ক কমিটির আহবায়ক পিয়াস খন্দকারের নেতৃত্বে মশাল মিছিলে উপস্থিত ছিলেন সদস্য সচিব লেলিন আহম্মেদ সিনিয়র যুগ্ম আহবায়ক আরিফ হাসান, যুগ্ম আহবায়ক শওকত হাসেম ইফতি,মোজাম্মেল প্রধান,রোমান মিয়া, মনিনুল ইসলাম বিজয়, মো. রাহাত চৌধুরী, মো. সবুজ,সাইফুল ইসলাম সাইফ,হাসিবুল ইসলাম।সদস্য জুবায়ের আহম্মেদ জাবেদ, মো. আদর্শ বাবুল, সজীব হোসেন অয়ন, মো. শান্ত ইসলাম, সাইফুল ইসলাম রিফাত, জহিরুল ইসলাম সাগর, মো. তুষার আহম্মেদ, মো. শান্ত হান্নান, সোহান মাহমুদ সাগর প্রমুখ।