ফতুল্লার ধর্মগঞ্জ চতলার মাঠে পশ্চিম ধর্মগঞ্জ সমাজ কল্যান কমিটির উদ্যোগে আয়োজিত ৩ দিন ব্যাপি চক্ষু চিকিৎসা ক্যাম্প সম্পন্ন হয়েছে। বুধবার (১০ ফেব্রুয়ারি) এই চক্ষু চিকিৎসা ক্যাম্প সম্পন্ন হয়।
চক্ষু চিকিৎসা ক্যাম্প এর সভাপতিত্ব করেন পশ্চিম ধর্মগঞ্জ সমাজ কল্যান কমিটি সভাপতি আলহাজ¦ খোরশেদ আলম। আরো উপস্থিত ছিলেন কমিটির সহ সভাপতি হাজী আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক হাজী মোঃ শাহজাহান, সহ সাধারণ সম্পাদক আসলাম সানি, কোষাধ্যক্ষ হাজী মোঃ মশিউর রহমান খোকন সহ কমিটির অন্যান্য নেতৃবৃন্দ ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
এ সময় কমিটির সভাপতি খোরশেদ আলম বলেন, সমাজের কল্যান ও উন্নয়নের শপত নিয়ে গঠন করা হয়েছে পশ্চিম ধর্মগঞ্জ সমাজ কল্যান কমিটি। সামজিক দায়বদ্ধতা থেকে সুবিধা বঞ্চিত সাধারণ মানুষের সেবার মহৎ উদ্দেশ্য নিয়ে চক্ষু চিকিৎসা ক্যাম্প এর আয়োজন করা হয়।
ইতিপূর্বেও এ ধরনের বেশকয়েকটি সেবা মুলক কাজ করা হয়েছে। এবং ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
তিনি আরো বলেন, কমিটির ৩ জন সদস্য এ কমিটি বাঞ্চাল করার অসৎ উদ্দেশ্যে লিপ্ত রয়েছেন এবং হুমকি ধমকি দিয়ে যাচ্ছেন। তাদের নিকট এ ধরনের অপকর্ম থেকে বিরত থাকার অনুরোধ করেন তিনি।