সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী ইয়াছিন মিয়া বলেছেন, নিয়মিত খেলাধুলা করলে মাদক থেকে দুরে থাকা যায়। বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারী) বিকেলে সিদ্ধিরগঞ্জের মিজমিজি দক্ষিণপাড়া কিশোর সংঘের উদ্যোগে শর্টপিজ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন।
এসময় তিনি আরো বলেন, আজকের তরুণ ও যুবসমাজ আগামী দিনে নেতৃত্ব দেবে। বর্তমানে যুবসমাজ মাদকে সম্পৃক্ত হয়ে ধ্বংস হয়ে যাচ্ছে। এ সমস্যা থেকে বাঁচতে বেশি বেশি খেলাধুলার আয়োজন করতে হবে এবং বেশি বেশি খেলাধুলায় সম্পৃক্ত থাকতে হবে।
যুবলীগ নেতা সেলিম মাহমুদের সভাপতিত্বে এবং শিপলু হাসান সাজ্জাদের শুভেচ্ছান্তে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোঃ আমিনুল হক ভুঁইয়া রাজু, ইদ্রিস আলী, যুবলীগ নেতা রফিকুল ইসলাম, যুবলীগ নেতা জসিম উদ্দিন, সানাউল্লাহ সানি, আব্দুর রহমান, আলমগীর, ছাত্রলীগ নেতা মুন্না প্রমূখ।