নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ব্যবস্থাপনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রদত্ত কম্বল প্রায় তিন শতাধিক অসহায় শীতার্তদের মাঝে বিতরণ করেছে ২১ নং ওয়ার্ডের কাউন্সিলর আলহাজ¦ হান্নান সরকার।
বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় বন্দর শাহীমসজিদস্থ কাউন্সিলরের কার্যালয়ে এ কম্বল বিতরণ করা হয়।
কম্বল বিতরণ কালে কাউন্সিলর হান্নান সরকার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাধারণ জনগনের জন্য কাজ করে যাচ্ছেন। প্রধানমন্ত্রীর দেওয়া কম্বল নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ব্যবস্থাপনায় আজ আমি আপনাদের কাছে তুলে দিচ্ছি।
আপনারা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সিটি মেয়ের ডাঃ সেলিনা হায়াৎ আইভী আপার জন্য দোয়া করবেন। কম্বল বিতরণ কালে ওই সময় উপস্থিত ছিলেন বীরমুক্তিযোদ্ধা আলী আহাম্মদ, বাবুল প্রধান, মোঃ সাঈদ, বাবু শিকদার প্রমুখ।