প্রাণঘাতি করোনাভাইরাসের দ্বিতীয় ধাপে নারায়ণগঞ্জে গত ২৪ ঘন্টায় আরও ৫ জন আক্রান্ত হয়েছে। এরমধ্যে সিটি করপোরেশন এলাকায় ২ জন ,সদরে ২ জন ও বন্দরে ১জন। এ নিয়ে পুরো জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৮ হাজার ৭৯১ জনে। তবে নতুন করে কোন মৃত্যুর ঘটনা নেই। মৃত্যুর সংখ্যা ১৫৬ জনেই আছে।
অন্যদিকে মোট সুস্থ্য হয়েছেন ৮ হাজার ৫৬৭ জন। জেলায় এই পর্যন্ত মোট ৭০ হাজার ৯৮৯ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ২০৩ জন।
রোববার (৭ ফেব্রুয়ারি) সকালে জেলা স্বাস্থ্য বিভাগ এ তথ্য নিশ্চিত করেছেন।
জেলা স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, সিটি কর্পোরেশন এলাকায় মারা গেছেন ৮০ জন ও আক্রান্ত ৩ হাজার ৩৫৭ জন। সদর উপজেলায় মারা গেছেন ২৬ জন ও আক্রান্ত ১ হাজার ৮৯৮ জন। বন্দর উপজেলায় আক্রান্তের সংখ্যা ৪৪২ জন ও মারা গেছেন ৬ জন, আড়াইহাজারে আক্রান্ত ৬৮৯ ও মারা গেছেন ৪ জন, সোনারগাঁয়ে আক্রান্ত ৮৪০ ও মারা গেছেন ২৮ জন এবং রূপগঞ্জে আক্রান্ত ১ হাজার ৫৬৫ জন ও মারা গেছেন ১২ জন ।
উল্লেখ্য নারায়ণগঞ্জে ৮ মার্চ প্রথম করোনা রোগী শনাক্ত হয়। ৩০ মার্চ প্রথম নারায়ণগঞ্জের বন্দরের রসুলবাগে করোনার উপসর্গ নিয়ে পুতুল নামে এক নারী মারা যায়। ৭ এপ্রিল নারায়ণগঞ্জকে করোনার হটস্পট ঘোষণা করা হয়। এরপর ৮ এপ্রিল সকাল থেকে পুরো নারায়ণগঞ্জ জেলাকে লকডাউন করেন আইএসপিআর। পরে নারায়ণগঞ্জের কপাল থেকে হটস্পটের তকমা তুলে নেয়া হয়েছে।