নগর ভিত্তিক দুর্যোগ সহনশীল প্রকল্প-২ এর আওতায় সেভ দ্য চিলড্রেন ও সিপিডি’র সহযোগিতায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে আরবান কমিউনিটি ভলান্টিয়াদের ৩ দিন ব্যাপী মৌলিক প্রশিক্ষণের উদ্বোধন করেন নাসিক প্রধান নির্বাহী কর্মকর্তা ও অনুষ্ঠানের প্রধান অতিথি আবুল আমিন।
মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) সকালে মন্ডলপাড়া ফায়ার সার্ভিস স্টেশনে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন- ১৫ নং ওয়ার্ড কাউন্সিলর অসিত বরণ বিশ্বাস, নগর পরিকল্পনাবিদ মোঃ মাইনুল ইসলাম, ফায়ার সার্ভিসের উপ পরিচালক ও কোর্স কো-অর্ডিনেটর আব্দুল্লা আল আরেফিনসহ প্রশিক্ষকবৃন্দ ও সিপিডি’র প্রতিনিধি কাজী এনামুল কবীর প্রমুখ।
প্রধান অতিথি তার উদ্বোধনী বক্তব্যে বলেন, দেশের উন্নয়নে প্রতিটি নাগরিকের দেশের প্রতি দায়িত্ব ও কর্তব্য থাকা উচিত। নগর স্বেচ্ছাসেবকদের দেশের প্রতি শ্রদ্ধাবোধ থাকা অপরিহার্য।
এই প্রশিক্ষনের মাধ্যমে নগর স্বেচ্ছাসেবকরা দেশের উন্নয়নে সহায়ক ভূমিকা পালন করবে।
স্বেচ্ছাসেবকরা এই প্রশিক্ষনের মাধ্যমে নগরের প্রতি দায়িত্ব পালনে সচেষ্ট হবে। তিনি নগরের যে কোন দুর্যোগে স্বেচ্ছাসেবকদের এগিয়ে আসার আহ্বান জানান এবং দুর্যোগ সহনশীল নগরায়নে স্বেচ্ছাসেবকরা সক্রিয় ভূমিকা পালন করবে।