নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মুস্তাইন বিল্লাহ বলেছেন, মাতৃভাষা আদায়ের জন্য আমাদের ভাষা সৈনিকরা শহীদ হয়েছেন তারপরও ভাষা আন্দোলনে তারা পিছু হটেননি।
যাদের কারনে আমরা উর্দুকে বাংলায় রাষ্ট্র ভাষা হিসাবে বিশ্বের দরবারে রুপান্তরিত করেছি আমরা তাদের কথা ভুলে গেছি। কিন্তু এই ভাষা আন্দোলনের মধ্য দিয়েই একটি স্বাধীন রাষ্ট্রের বীজ রোপন করতে পেরেছি।
ভাষা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রস্তূতি মূলক আলোচনা সভায় সভাপতির বক্তবে তিনি এসব কথা বলেন। সোমবার (৮ ফেব্রুয়ারি) সকালে জেলা প্রশাসকের কনফারেন্স কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক জাহাঙ্গির বেপারী, সিভিল সার্জন ডা. ইমতিয়াজ আহম্মেদ, উপজেলা নির্বাহী অফিসার নাহিদা বারিক, উপজেলার চেয়ারম্যান আজাদ বিস্বাস, পিপি এড. ওয়াজেদ আলী খোকন, এপিপি এড. নুরজাহান, প্রেস ক্লাবের সভাপতি খন্দকার শাহ-আলমসহ প্রশাসনিক ও রাজনৈতিক নেতৃবৃন্দরা।