বন্দরে যাত্রীবেশে উঠে অটোরিকশা চালককে ছুরিকাঘাতে হত্যা করে রিকশা ছিনতাইয়ের ঘটনায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারী) নিহত চালক সাদেক মিয়ার বাবা দ্বীন মোহাম্মদ মিয়া বাদী হয়ে অজ্ঞাতনামা ২/৩ জনকে আসামী করে বন্দর থানায় এই মামলা দায়ের করেন।
এর আগে বুধবার (১৭ ফেব্রুয়ারী) রাত ১১টার দিকে রাতে কলাগাছিয়া ইউনিয়নের বুরুন্দী কুড়িয়াভিটা এলাকায় যাত্রীবেশে উঠে অটোরিকশা চালক সাদেক মিয়াকে ছুরিকাঘাতে হত্যা করে রিকশা নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
নিহত চালক সাদেক মিয়া (৪৫) বন্দর ইউনিয়নের তিনগাও এলাকার দ্বীন মোহাম্মদ মিয়ার ছেলে। সে কলাগাছিয়া ইউনিয়নের চরঘারমোরা গ্রামের আবুল বাসার মিয়ার ভাড়াটিয়া ছিল।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, অজ্ঞাতনামা ছিনতাইকারীরা যাত্রীবেশে অটোরিকশা চালক সাদেক মিয়ার রিকশায় উঠে। কলাগাছিয়ার বুরুন্দী কুড়িয়াভিটা এলাকার সংযোগ সড়কের নির্জন স্থানে অটোরিকশাটি পৌঁছালে চালককে ছুরিকাঘাতে হত্যা করে রিকশা নিযয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে এলাকাবাসীর সংবাদে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে।
এ বিষয়ে বন্দর থানার অফিসার ইনচার্জ দিপক চন্দ্র সরকার জানান, অটোরিকশা চালককে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। আইনী প্রক্রিয়ায় যথাযথ নিয়মে অভিযান অব্যাহত আছে।