নারায়ণগঞ্জের ফতুল্লার চাঁনমারি বস্তিতে অভিযান চালিয়ে সাড়ে ৮ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়িকে গ্রেপ্তার করেছে র্যাব। বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) বেলা আড়াইটার দিকে র্যাব-১১ এর একটি তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলো-হাসি বেগম (৩৫) ও রিপন (৩৫)।
র্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার মো: জসিম উদ্দীন চৌধুরী এ তথ্য জানান। তিনি আরও জানান, গ্রেপ্তারকৃতরা পরস্পর যোগসাজসে মাদক ব্যবসা করে আসছে দীর্ঘদিন থকে। তারা বিভিন্ন কৌশলে কুমিল্লা জেলা হতে নিষিদ্ধ মাদকদ্রব্য গাঁজা নিয়ে এসে নারায়ণগঞ্জের ফতুল্লার চাঁনমারি বস্তি এলাকায় হাসি বেগমের বসত ঘরের কাঠের পাটাতনের নিচে মজুদ করে রাখতো এবং সুবিধামত সময়ে নারায়ণগঞ্জ, ঢাকা ও এর আশপাশের এলাকায় ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। দীর্ঘদিন এই মাদক ব্যবসায়ী চক্রের উপর গোপন নজরদারী করে র্যাব।
তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত দুইজনের বিরুদ্ধে একাধিক মাদক মামলা চলমান রয়েছে। গ্রেপ্তারকৃত দুই মাদক ব্যবসায়ির বিরুদ্ধে গাঁজা উদ্ধারের ঘটনায় সংশ্লিষ্ট থানায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন র্যাবের এই কর্মকর্তা।