মহামারি করোনা ভাইরাস মোকাবেলায় সম্মুখ সারিতে থেকে জনগনের পাশে দাড়ানো এবং কর্মহীন জনগোষ্ঠীকে সার্বিক সহায়তা প্রদান ও সুরক্ষা সামগ্রী ব্যবহারে আগ্রহী করায় রূপগঞ্জের ভোলাবো ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন টিটুকে শ্রেষ্ঠ চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করা হয়।
বুধবার সন্ধ্যায় রাজধানীর বিজয়নগর এলাকার হোটেল ফার্স এর অডিটরিয়ামে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ফোরাম আয়োজিত এক অনুষ্ঠানে সংগঠনের সভাপতি এসএম জাকারিয়ার সভাপতিত্বে তাকে এই ক্যাটাগরিতে তার হাতে আজীবন সদস্য সম্মাননা ও স্বর্ণপদক তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথী রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন।
বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ফোরামের সাধারন সম্পাদক নাজিমউদ্দিন ভূইয়া রিপনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, মাগুরা-১ আসনের সাংসদ সাইফুজ্জামান শেখর এমপি, চুয়াডাঙ্গা-২ আসনের সাংসদ আলী আজগর টগর, এশিয়ান টিভির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হারুন অর রশিদ সিআইপি প্রমূখ।