কোভিড-১৯ ভ্যাকসিন ( করোনার টিকা) গ্রহণ করেছেন নাসিক ১৮ নং ওয়ার্ডের নলুয়া রোডের ফজলুল হক উকিল ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মকসুদুর রহমান জাবেদ।
সোমবার (২২ ফেব্রুয়ারী) বেলা ২টার দিকে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে তিনি এ টিকা গ্রহন করেন। এরআগে তিনি করোনা টিকার জন্য নিবন্ধন করেন।
টিকা গ্রহন শেষে মকসুদুর রহমান জাবেদ সবাইকে নিঃসঙ্কোচে করোনা টিকা গ্রহনের অনুরোধ এবং করোনা প্রতিরোধে স্বাস্থ্য বিধি মেনে সকলকে মাস্ক পরারও আহ্বান জানিয়েছেন।