নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা-কে ফুলেল শুভেচ্ছা ও মতবিনিময় করেছেন বাংলাদেশ ফটো জার্নালিষ্টস এসোসিয়েশন (বিপিজেএ) নারায়ণগঞ্জ জেলা নতুন কমিটি নেতৃবৃন্দরা।
এ সময় নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক-কে ফুলের শুভেচ্ছা জানা এমপি খোকা। শনিবার (২০ ফ্রেবুয়ারি) বিকাল ৪টায় নারায়ণগঞ্জ শহরের আমলাপাড়ায় খোকার বাসভবনে এই ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন, বিপিজেএ নারায়ণগঞ্জ কমিটির নির্বাচিত সভাপতি হাজী হাবিবুর রহমান শ্যামল, সহ-সভাপতি পাপ্পু ভট্টাচার্য্য, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম সবুজ, যুগ্ম সাধারণ সম্পাদক কামাল হোসেন মিলন, কোষাধ্যক্ষ কাজী আলমাছ, সাংঠনিক সম্পাদক তানভীর রনি, প্রচার সম্পাদক শহিদ হোসেন, ক্রীড়া সম্পাদক সোহেল রানা, কার্যকরি সদস্য তাপস সাহা, মেহেদী হাসান সজীব, আরিফুর রহমান ও আমির হোসেন প্রমুখ।
শুভেচ্ছাকালে এমপি লিয়াকত হোসেন খোকা বলেন, সাংবাদিকদের পাশে আমরা সব সময় আছি থাকবো। নারায়ণগঞ্জের ফটো সাংবাদিকরা আমার ছোট ভাইয়ের মত। এমপি হওয়ার আগ থেকে আমার সাথে সাংবাদিক ও ফটো সাংবাদিকদের সাথে আমার ওঠা-বসা রয়েছে। ফটো সাংবাদিকদের সংগঠন ফটো জার্নালিষ্টস এসোসিয়েশনটি যে কোন সহযোগিতায় আমি আছি।