আড়াইহাজার উপজেলার বীরমুক্তিযোদ্ধা, সরকারী কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, সুশীল সমাজ ও গন্যমান্য ব্যক্তিবর্গের সাথে গুণগত শিক্ষা ও টেকসই উন্নয়ন নিশ্চিত করণে জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ মত বিনিময় সভা করেছেন। সোমবার (১ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার মাযহারুল হক অডিটরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।
এ উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম বাবু, উপজেলা চেয়ারম্যান মুজাহেদুর রহমান হেলো সরকার, উপজেলা নির্বাহী অফিসার সোহাগ হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার কাজী ওয়াজ উদ্দিন, বীরমুক্তিযোদ্ধা রুহুল আমীন, লাল মিয়া, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিক, সহকারী কমিশনার ভুমি মো: উজ্জল হোসেন, ফতেহপুর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবু তালেব মোল্লা, ওসি নজরুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা কাজী আনোয়ার হোসেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহমুদা আক্তার, নির্বাচন কর্মকর্তা সুলতানা এলিন, সমবায় কর্মকর্তা নাহিদা নাছরিন, মহিলা বিষয়ক কর্মকর্তা নাছরিন সুলতানা, আড়াইহাজার থানা প্রেসক্লাব সভাপতি মাসুম বিল্লাহ, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি গিয়াস উদ্দিন, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি লোকমান হোসেন প্রমুখ।
এর আগে জেলা প্রশাসক উপজেলা পরিষদের হল রুমে আলেমদের সাথে মত বিনিময় ও এতিম শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করেন।
জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ বলেন, আমি মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। আমি সব সময় মুক্তিযোদ্ধাদের পাশে থেকে কাজ করে যেতে চাই। .এজন্য সকল মুক্তিযোদ্ধাদের সহযোগিতা চাই।
তিনি আরো বলেন, আমার পরিবারে সবাই শিক্ষক। আমি শিক্ষকদের নিয়ে কাজ করতে চাই। সর্বপরি সুন্দর নারায়ণগঞ্জ গড়তে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।