সোমবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভায় তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, পূর্বে থেকেই নারায়নগঞ্জ শিল্প সমৃদ্ধির দিক দিয়ে এগিয়ে ছিল। কিন্তু চিকিৎসা ও শিক্ষা ক্ষেএে আমরা অনেক পিছিয়ে ছিলাম। তবে কালের বিবর্তনে আমাদের অনেক চাহিদা পূরন হলেও কিছু চাহিদা এখনও অপূর্ন রয়েছে।
তিনি বলেন, স্বাস্থ্য, চিকিৎসা, শিক্ষা ও উন্নয়ন ক্ষেএে আমরা নারায়নগঞ্জকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রধানমন্ত্রীর নিকট প্রস্তাব পেশ করেছি। আশা করি আমার নেএী আমাকে নিরাশ করবেন না।
জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহর সভাপতিত্বে এ সময় উপস্হিত ছিলেন, সিভিল সার্জন ডা. ইমতিয়াজ,এডিসি সেলিম রেজা,অতিরিক্ত জেলা প্রশাসক জাহাঙ্গির ব্যাপারী, অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, উপজেলা নিবাহী অফিসার ] নাহিদা বারিক, এড. নুরজাহান, কামিজা ইয়াসমিন প্রমূখ।