নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ একেএম শামীম ওসমান বলেছেন, রাজনীতি করলে, সত্য কথা বলেন। সংবাদিকতা করলে সত্য কথা বলেন। সেটা আমার বিরুদ্ধে হউক কিংবা যার বিরুদ্ধে যায়, যাক।
আর যদি না পারেন, তাহলে সাংবাদিকতা করবেন না, আমি না পরলে রাজনীতি করবো না। নারায়ণগঞ্জের সাংবাদিকদের বলতে চাই, ভাই আমরা চেষ্টা করে ছিলাম, সকলকে এক সাথে নিয়ে কাজ করতে।
কিন্তু কিছু কিছু মানুষ আছে এক সাথে কাজ করতে চান না। মানুষের উপর জুলুম হচ্ছে, একটা মানুষের জমি নিয়ে যাচ্ছে, একটা ধর্মীয় প্রতিষ্ঠানের জমি নিয়ে যাচ্ছে, মানুষের উপর অত্যাচার হচ্ছে, আমাদের ডানে বামে দাঁড়িয়ে থেকে মাদক বিক্রি করছে, প্রশাসন ভালো কাজ করছে না। যে যা করছে তাঁর বিরুদ্ধেই নিউজ করেন।
মঙ্গলবার (১৬ ফেবুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জ সদর উপজেলায় ‘হৃদয়ে বঙ্গবন্ধু’ ও ‘বঙ্গবন্ধুর মোরাল’ উদ্বোধনকালে তিনি এসব কথা গুলো বলেন ।
সদর উপজেলা প্রশাসনের নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদা বারিকের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ, ভাইস চেয়ারম্যান নাজিম উদ্দিন, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ নিজাম, মহানগর যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন সাজনু, ফতুল্লা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বক্তাবলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত আলী প্রমুখ।
শামীম ওসমান আরও বলেন, জনগণের ভোটে নির্বাচিত হয়ে মানুষের জন্য কাজ করছে নাকি নিজের জন্য। সুযোগ পেয়ে মানুষের জমি দখল করছেন, মসজিদের জায়গা খেয়ে ফেলছেন নাকি আল্লাহ ও রসূলের পথে কাজ করছেন, মানুষের সম্পদ রক্ষা করছে। সেটা দেখার বিষয় আছে।
নাটক করা যাবে, মানুষকে বোকা বানানো যাবে। কিন্তু একটা সময় সব ধরা পড়ে যায়। পৃথিবী থেকে আমরা কেউ কিছু নিয়ে যাবো না, শুধু নেয়ার জিনিস হচ্ছে মানুষের দোয়া।
তিনি বলেন, নারায়ণগঞ্জে কোথাও কোন জমি কিনি নাই, ওয়ারিশ কিনি নাই আর দখলও করি নাই। আমার দাদা এমপি ছিলেন, বাবাও এমপি ছিলেন, আমরা ৩ ভাই এমপি। যদি কেউ এর কিছু প্রমান করতে পারেন তাহলে রাজনীতি ছেড়ে দিয়ে চলে যাবো।