আব্দুল গফুর ভূঁইয়া জামে মসজিদ ও খোশ নেহার বেগম হেনা নূরাণী হাফিজিয়া মাদ্রাসার নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। ফতুল্লার চড় বক্তবলীর মধ্যনগর এলাকায় আব্দুল গফুর ফাউন্ডেশনের সার্বিক তত্ত্বাবধনে এই মসজিদ ও মাদ্রাসার নির্মাণ কাজের উদ্বোধন করা হয়।
স্থানীয়গণমান্য ব্যক্তিদের সাথে নিয়ে মসজিদ ও মাদ্রাসার নির্মাণ কাজের উদ্বোধন করেন আব্দুল গফুর ফাউন্ডেশনের চেয়ারম্যান ও এনায়েতনগর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক হাজী মো: মাসুদ ভূইয়া।
মাসুদ ভূইয়া জানান, ইহকাল ক্ষণস্থায়ী-পরকাল চিরস্থায়ী। তাই পরকালের জন্য আমাদের সম্পদ অর্জন করতে হবে।আল্লাহতালা ইবাদত করাসহ ভাল কাজে সম্পৃক্ত থেকে আল্লাহতালার সন্তুষ্টির মধ্য দিয়ে পরকালের জন্য সম্পদ অর্জন করতে হবে।