নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির উদ্যোগে আদালত পাড়ায় শ্রী শ্রী সরস্বতী পূজা উদযাপন করা হয়েছে। মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারী) সকালে আইনজীবী সমিতির ডিজিটাল বার ভবনের দ্বিতীয় তলায় এ পূজা উদযাপন করা হয়।
শ্রী শ্রী সরস্বতী পূজা উদযাপন শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন নারায়ণগঞ্জ জেলা জজ মো. আনিসুর রহমান, অতিরিক্ত জেলা জজ ফারহানা ইয়াসমিন, আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট হাসান ফেরদৌস জুয়েল, বর্তমান সভাপতি এডভোকেট মোহাম্মদ মোহসীন মিয়া, সাধারণ সম্পাদক মো. মাহবুবুর রহমান, সিনিয়র সহ-সভাপতি এড. বিদ্যুৎ কুমার দাস প্রমূখ।
এসময় সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, শ্রী শ্রী সরস্বতী পূজা উদযাপন কমিটির সভাপতি এডভোকেট রিপন শর্মা ও সাধারণ সম্পাদক এডভোকেট জয়ন্ত কুমার ঘোষ।