সিদ্ধিরগঞ্জে কথা বলার জন্য স্বামীর কাছে মোবাইল চেয়ে না পেয়ে ঝগড়া করে আত্নহত্যা করেছে গার্মেন্ট কর্মী ঝরনা বেগম (২০)।
ময়নাতদন্তের পর শনিবার (১৬ জানুয়ারি) বেলা ১১টার দিকে নিহতের স্বজনদের লাশ বুঝিয়ে দেয় পুলিশ।
এরআগে গত শুক্রবার রাতে তাঁতখানা সৈয়দপাড়া এলাকায় জলিল পাগলার মাঠ সংলগ্ন হাজী বিল্লাল হোসেনের বাড়িতে এ ঘটনাটি ঘটে।
এ সময় স্বামী সোহাগ রুমেই ঘুমিয়ে ছিলো। খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানার উপ পরিদর্শক (এসআই) সুজন ঘটনাস্থল থেকে লাশ উদ্ধারসহ স্বামী সোহাগকে জিজ্ঞাসাবদের জন্য আটক করে থানায় নিয়ে যায়।
আত্নহননকারী ঝরনা চাঁদপুর জেলার সদর থানার বহড়া গ্রামের ইদ্রিম মিয়ার মেয়ে।
সিদ্ধিরগঞ্জ থানার উপ পরিদর্শক (এসআই) সুজন জানান, মোবাইল নিয়ে স্বামীর সাথে কথাকাটির পর ঘরের সিলিং এর সাথে দড়ি বেঁধে গলায় ফাঁস দিয়ে ঝরনা আত্নহত্যা করে।
লাশ ময়নাতদন্তের পর স্বজনদের বুঝিয়ে দেয়া হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।