ফ্রি ব্লাড গ্রুপিং এবং রক্তদানে সচেতনতা তৈরির লক্ষ্যে অনলাইন ভিক্তিক স্বেচ্ছাসেবী সংগঠন কবির মৃধার উদ্যোগে ‘স্বপ্নের সোনারগাঁ’র ‘ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন’অনুষ্ঠিত হয়েছে।
স্বপ্নের সোনারগাঁ সংগঠনের আয়োজনে শুক্রবার (২২জুলাই) সকাল থেকে দুপুর ৩টা পর্যন্ত বারদী হাই স্কুল এন্ড কলেজ মাঠে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্যাম্পেইনের উদ্বোধন করেন বারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জহিরুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারদী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান দায়েন সরকার,বারদী ইউনিয় যুবলীগের সাধারণ সম্পাদক শরীফ সরকার,যুবলীগের সহসভাপতি আসাদুজ্জামান আসাদ, সমাজ সেবক প্রবীর মিত্র,হাফেজ মাওলানা মিজানুর রহমান। এসময় উপস্থিত ছিলেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সমাজসেবক কবীর মৃধা এবং অনুষ্ঠানটি পরিচালনা করেন স্বপ্নের সোনারগাঁ এডমিন টীম ও বারদী ইউনিয়ন টীম।