নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলায় সনমান্দী ইউনিয়ন এর চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহর উদ্যোগে দরিদ্র, অসহায় শীতার্ত প্রবীণ ও প্রতিবন্ধীদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
রবিবার (২৪ জানুয়ারি) সকালে ২নং ওয়ার্ড সদস্য সাইফুল ইসলামের সার্বিক সহযোগিতার কম্বল বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিশিষ্ট ব্যবসায়ী আবুল হাসেম রতনের সভাপতিত্বে প্রধান অতিথি সনমান্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ নিজে দরিদ্র, অসহায় শীতার্ত প্রবীণ ও প্রতিবন্ধীদের হাতে একটি করে কম্বল তুলেদেন।
এসময় তিনি বলেন, সনমান্দীতে মানুষ যেন শীতার্ত না থাকেন এর জন্য দরিদ্র, অসহায় প্রবীণ ও প্রতিবন্ধী শীতার্তদের মাঝে কম্বল বিতরণ কর্মসূচি চলছে। এর অংশ হিসেবে আজ বিকেলে শীতার্তের মাঝে কম্বল বিতরণ করা হয়। উল্লেখ্য, সকল কার্যক্রম শেষে কনকনে শীতকে উপেক্ষা করে ইউনিয়নের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে দরিদ্র অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করে সনমান্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ অনুকরণীয় ব্যক্তিত্বে পরিণত হচ্ছেন বলে অনেকে মনে করছেন।
কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সনমান্দী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান খন্দকার আমিনুল হক, সনমান্দী ইউনিয়ন কৃষকলীগের সভাপতি জামালউদ্দীন,২নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা ডাঃশামসুল হক, নারায়ণগন্জ জেলা ছাত্রলীগের ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ সোহান মোল্লা, আওয়ামীলীগ নেতা খোরশেদ মোল্লা, সোনারগাঁ উপজেলা ছাত্রলীগের যুগ্নসাধারণ সম্পাদক নিয়ন সুমন, উপসাংস্কৃতিক বিষয়ক সম্পাদক তরিকুল২নং ওয়ার্ডের বিভিন্ন বয়সের দরিদ্র, অসহায় শীতার্ত প্রবীণ ও প্রতিবন্ধী নারী-পুরুষ উপস্থিত ছিলেন।